বর্ধমান থানার আইসি নেতৃত্বে উদ্ধার হওয়া ৩০ টি মোবাইল ফেরত পেল প্রকৃত মোবাইলের মালিক। রবিবার দুপুর একটায় বর্ধমান থানায় ৩০ টি মোবাইলের প্রকৃত মালিক কে ডেকে তাদের মোবাইলের কাগজপত্র দেখে সেই মোবাইল তুলে দেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। বর্ধমান শহরের বিহাটা এলাকার প্রাক্তন প্রফেসর সমীর চ্যাটার্জী মহাশয়ের মোবাইলটি হারিয়ে যায় তিনি বর্ধমান সদর থানায় অভিযোগ করেছিলেন মোবাইল ফেরত পাওয়াতে বর্ধমান থানার আইসি সহ তার টিমের প্রশংসা করেন।