মঙ্গলবার সন্ধ্যায় শহরের ব্যস্ততম মালঞ্চপাড়া সহ একাধিক জায়গা পথসভার আয়োজন করে ডি ওয়াই এফ আই নবদ্বীপ লোকাল কমিটির এক নম্বর শাখার কর্মী ও সমর্থক বৃন্দ,শুন্য পদে নিয়োগ সহ ১৩ দফা দাবিতে আগামী ১৫ই সেপ্টেম্বর নবদ্বীপ পৌরসভা অভিযানের ডাক দিয়েছে ডি ওয়াই এফ আই নবদ্বীপ লোকাল কমিটি,সেই অভিযানকে সফল করতে এদিন একাধিক জায়গায় পথসভার মাধ্যমে প্রচার অভিযান চালায় সংগঠনের কর্মী ও সমর্থক বৃন্দ।