টন্ডু চাবাগানে হাতির হামলায় মৃতের পরিবারের সাথে দেখা করলেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। পাশাপাশি বনকর্মিরা এলাকায় টহলদারি করেছেন সাথে এলাকার বাসিন্দাদের সচেতন করেন। কারন এই এলাকাটি খেরকাটা জঙ্গল ঘেরা।গত শনিবার রাতে এই এলাকায় বিজয় মাঝি নামে এক যুবককে আক্রমণ করে মেরে ফেলেছিল হাতিতে।সেদিন থেকেই রাতে টহলদারি শুরু করেছে বনকর্মিরা।