আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করতে দেখা গেল কেশপুর ব্লকের এক নম্বর জারাকেউডি সোলডিহা গ্রাম পঞ্চায়েতে। আগামীকাল ৮টি গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করতে দেখা গিয়েছিল। আজ মঙ্গলবার বাকি ৮টি গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান করতে দেখা গেল।দুপুর ১টা নাগাদ এরকমই চিত্র ধরা পড়ল পাবলিক নিউজ এর ক্যামেরায়।এদিন রোলাপাট, শ্যামচান্দপুর, গোপাল বাঁধ, সোলডিহা, নয়াগ্রাম, পালতাগড়, তুষখালী, সাঁকরোই গ্রামেতে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান। এর