ভাতার থানার মিটিং হল, ক্যান্টিন ও পাঁচটি ব্যাটারিচালিত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার। কর্মসূচি চলল শনিবার তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত। ভাতার থানায় আধুনিক একটি মিটিং হল নির্মাণ করে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ অর্থাৎ শনিবার। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। দীর্ঘদিনের দাবি ছিল এটি। মূলত এর আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠক হতো ভাতার ব্লক অফিসে।