জীবন হাতে নিয়ে রেললাইনের ওপর দিয়ে ঝুঁকির পারাপার বাসিন্দাদের। রেলের সাবওয়ের দাবিতে বিক্ষোভ সোমবার বেলা চারটে নাগাদ হুগলির তারকেশ্বর পৌরসভার পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভ। তারকেশ্বর আরামবাগ রেল লাইনে তারকেশ্বর সাহাপুর কুমোর পাড়া এলাকার সাবওয়ে দাবি দীর্ঘদিনের বিষয়টি নিয়ে রেলকে জানানো হলেও কোন সদ উত্তর পাইনি বলে বাসিন্দারা দাবি করেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন স্থানীয় এক বাসিন্দা।