নলহাটির ব্যবসায়ীদের সুবিধার্থে ওজন মাপক যন্ত্র Renewal -র বিশেষ শিবিরের আয়োজন করেছে নলহাটি ব্যবসায়ী সমিতি নলহাটি কৃষক বাজারে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নলহাটি ১ ব্লক কৃষক বাজারে গিয়ে দেখা যায় ওজন মাপক যন্ত্র Renewal -র জন্য চলছে বিশেষ শিবির, ওই শিবিরে উপস্থিত রয়েছেন নলহাটি ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ, সহ-সম্পাদক সুদীপ সাহা সহ অন্যান্য সদস্যরা, এবং নলহাটি বাজারের ব্যবসায়ীরা।