নতুন করে আবার ভাঙ্গনের জেরে বিপর্যস্ত পরিস্থিতি কেশরপুর এলাকার। পুরনো বাঁধের ভাঙ্গা অংশ থেকে ধসে পড়ছে পাথর সাথে বিস্তীর্ণ এলাকা গঙ্গা গিলে খাচ্ছে। গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেতে এই তীব্র ভাঙ্গন শনিবার শুরু হয়েছে। চোখের নিমেষে বাঁধের অংশটুকু নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বাত বরাবর থাকা জমে গাছপালা বোল্ডার পিচিং সমস্ত কিছুই ধ্বসে পড়ছে গঙ্গায়। এই ভাঙ্গনের তীব্রতায় সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছে কেশরপুর এলাকার বাসিন্দারা। নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা।