দুর্গাপূজোর প্রাক্কালে মুক্তি পেতে চলা টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘুডাকাত’-এর সাফল্য কামনায় অভিনেতা দেব ডুয়ার্সের ঐতিহাসিক সেবকেশ্বরী কালী মন্দিরে বিশেষ পুজো দিলেন। ছবির প্রচারকার্য যখন জোরকদমে চলছে, তখন দেবের এই ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ সকলের নজর কেড়েছে। আজ সকালে দেব পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা দলের অন্য সদস্যদের সঙ্গে মন্দিরে পৌঁছান। সেখানে তিনি নিষ্ঠা সহকারে পুজো দেন এবং মা কালীর কাছে ছবির সাফল্য ও দর্শকদের ভালোবাসা প্রার্থনা করেন।