বন্যা দুর্গত মানুষদের অত্যন্ত নিম্নমানের খাবার বিলি করার অভিযোগ কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। রান্না করা খিচুড়ি বিলির নামে কেবল জল যুক্ত খিচুড়ি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।অত্যন্ত নিম্নমানের খাওয়ার বিলির ঘটনায় রান্না করা খাওয়ার বিলি করার গাড়ি আটকে বিক্ষোভ বন্যা দুর্গতদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনীর উত্তর চন্ডিপুর এলাকায়।বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়েছে গোটা ভূতনি। আর সেই দুর্গত মানুষদের জন্য খাওয়ার অত্যন্ত নিম্নমানের।