সাইবার প্রতারণার শিকার চড়িলাম আর ডি সাব ডিভিশনের এসডিও রাজিব দেবনাথ।অল্পেতে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার দুপুরে চড়িলাম আর ডি সাব ডিভিশন অফিসে নিজ কক্ষে বসে সংবাদ মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরেন তিনি। তিনি বলেন গত ৪ই সেপ্টেম্বর তার মোবাইলে হোয়াটস অ্যাপে একটি এপিকে (APK) ফাইল আসে।