আজ ৩১ আগস্ট রবিবার আনুমানিক বেলার দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত জাজিগ্রাম অঞ্চলে। পঞ্চহর ভর পাড়ার মা মনসা ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে পঞ্চহর গ্রামে গৌরী পুকুরে।পঞ্চহর ভর পাড়ার মা মনসা ঠাকুর নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন।পঞ্চহর ভর পাড়ার এলাকাবাসী।সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।