ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবারো মালদার শ্রমিকের মৃত্যুর ঘটনার সামনে আসলো।মালতিপুর বিধানসভার অন্তর্গত চিকনি গ্রামের পরিযায়ী শ্রমিক দুলাল হক কেরলে কাজ করতে গিয়ে হঠাৎই তার মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছতে ভেঙে পড়েছে পরিবার।প্রায় দুই মাস আগে কাজে যায়।পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। এই দুঃসময়ের দেহ বাড়ি ফিরিয়া না থেকে শুরু করে পরিবারের পাশে থাকার বার্তা রাখলেন বিধায়ক। সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস বিধায়কের।