লঙ্গাই রোডে অনুষ্ঠিত হলো সংকটমোচন হনুমানজী পূজা কমিটির হনুমান পূজা। প্রতিবছরের ন্যায় এবারও শ্রীভূমি শহরের লঙ্গাই রোডে অনুষ্ঠিত হলো সংকটমোচন হনুমানজী পূজা কমিটির উদ্যোগে হনুমান পূজা। এতে ভজন সংকীর্তন ও পূজার্চনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই পূজা। মঙ্গলবার পূজা কমিটির কার্যকর্তারা জানান,সমাজে ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এই ধরনের পূজার আয়োজন তাদের।