ঘটনাটি মঙ্গলবার বিলসি পার্ট টু এলাকার ঘটনা। জানাযায় ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা কাচুয়ানি সরকার মঙ্গলবার সকালে ঘর তালা মেরে পাশে কীর্তনের আসরে গিয়েছিলেন। শেষ বেলায় ফিরে এসে দেখেন ঘরের সব কিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। অবশেষে লক্ষ্য করেন সিঁদ কেটে ঘরে প্রবেশ করেছে চোর বা চোরের দল। রীতিমতো হতবাক হয়ে পড়েন তিনি। ঘরে রাখা প্রায় ৭ হাজার টাকার মতো নিয়ে যায় চোরের দল।