ওয়ারিশ সার্টিফিকেটে কারচুপি করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা। গোটা ঘটনায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী মন্ডল মজুমদারের বিরুদ্ধে মানিকচক থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করল জমির মালিক শেখ জায়েদ। প্রায় এক একর পাঁচ শতক জমি জলীয় কি করে পঞ্চায়েত সদস্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।আর তাতে ওয়ারিশ সার্টিফিকেটে কারচুপি করেছে প্রধান বলে অভিযোগ। ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক থানার পুলিশের কাছে প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জমির মালিক।