সমবায় সমিতি থেকে সার কিনতে গেলে সারের সঙ্গে বাধ্যতামূলকভাবে অনুখাদ্য দেওয়া হচ্ছে। তাতে সারের দাম বেশি পড়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে আউশগ্রামের বটগ্রাম কল্যাণপুর কৃষি সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে দেন স্থানীয়দের একাংশ। গতকাল এই ঘটনার পর অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রবিবার দুপুরে তালা খুলে দেওয়া হয়। ঘটনায় এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়।