আমরা পদাতিক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মঙ্গলবার কালনার কদমতলা এলাকার নিষিদ্ধ পল্লীতে যৌনকর্মীদের ৫০ জনকে শারদীয়ার প্রাক্কালে তাদের পত্র প্রদান এবং তাদের সন্তানদের উপহার ও যৌন কর্মীদের বস্ত্র প্রদান করল তারা মূলত যৌনকর্মীদের সন্তানদের সংগঠন আমরা পদাতিক তাদের সুবিধা অসুবিধা তাদের শিক্ষা যৌনকর্মীদের কাজের সময় তাদের বাচ্চাদের সুরক্ষা সমস্ত কিছুই নিয়ে কাজ করে তাদের এই সংগঠন কলকাতা থেকে আসা এই সংগঠনের তরফে আজ বস্ত্র প্রদান কর্মসূচি পালন করে তারা।