গোসোবা থানার অন্তর্গত বালি ১নং গ্রাম পঞ্চায়েতের সত্য নারায়ণপুর থেকে রমেশ গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ বুধবার গভীর রাতে। পুলিশ সূত্রে খবর বুধবার সন্ধ্যায় পারিবারিক বিবাদের জেরে বৌমা তনু গায়েন কে মারধরনের অভিযোগ উঠে শ্বশুর রমেশ গায়নের বিরুদ্ধে।সেই ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে গোসাবা থানায় বুধবার দিন রাতে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বৌমা।সেই ঘটনার তদন্ত নেমে বুধবার দিন গভীর রাতে অভিযুক্ত শশুর রমেশ গায়েন কে গ্রেফতার করে।