রাজ্য সরকারের অনুদান থেকে বঞ্চিত থাকার কারণে পূজা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল রতুয়ার রতনপুর হরিজন পাড়া সমিতির দুর্গাপূজা। সমস্ত রকম তৎপরতার মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদানের চেক পেল এই পূজা কমিটির। শনিবার এই পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মকর্তাদের হাতে এক লক্ষ দশ হাজার টাকার যে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জি আরেক বিধায়ক আব্দুর রহিম বকশী সহ মহুকুমা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।