নদী ভাঙ্গনে বিপর্যস্ত ভূতনি। চোখের নিমেষে তলিয়ে গেল প্রাচীন বটগাছ। তীব্র নদী ভাঙ্গন হচ্ছে মালদার ভূতনি থানার কেশরপুর এলাকায়। নদী ভাঙ্গনে এলাকার পুরনো বাঁধ এখন নিশ্চিহ্ন হতে বসেছে।প্রাচীন বট গাছ ছিল বাঁধের উপরে। সেই গাছ চোখের নিমেষের মধ্যে ভাঙ্গনে তলিয়ে গেল। পাশে রয়েছে একটি মন্দির সেটিও এখন তলিয়ে যাওয়ার সময়ের অপেক্ষা। এই বাঁধের উপরেই বাড়িঘর হারানো বহু পরিবার আশ্রয় নিয়েছিল কিন্তু তীব্র নদী ভাঙ্গনের জেরে সেখান থেকে পালাতে হয়েছে পরিবারগুলোকে।