বৃহস্পতিবার দুপুরে জটিয়ালাকালি বাজারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথ ভাবে হানা দেয় এক মোবাইল ও জেরক্সের দোকানে ।দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড,ভুয়ো আধার কার্ড,ভোটার কার্ড,সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেসিন উদ্ধার করে।নকল আধার,ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যাবহারের জন্য দোকান মালিক সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান দুবাই,জাপান,পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে তার যোগাযোগ রয়েছে।