মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বোলপুরে হকারদের পুনর্বাসনের কাজ এগোচ্ছে। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে ফুটপাত ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ জানান, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পাঁচটি মার্কেটের সাংশন হয়ে গেছে, টেন্ডার সম্পন্ন এবং ওয়ার্ক অর্ডারের