পুঞ্চা ব্লকের ১১৬ ও ১১৭ নং বুথকে একত্রিত করে অনুষ্ঠিত হলো "আমাদের পাড়া আমাদের সমাধান" শিবির। শুক্রবার বেলা বারোটা নাগাদ কুধূরকা জুনিয়র হাই স্কুলে পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে যান পুঞ্চা ব্লকের বিডিও দীপ চট্টোপাধ্যায়।এছাড়াও এদিন সাথে ছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাস সহ অন্যান্যরা।