কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে পকসো এক্ট এ কলকাতার বউবাজার থানায় জিরো এফ আই আর করার পর জামালপুর থানার পুলিশকে ফরওয়ার্ডিং করা হলে জামালপুর থানার পুলিশ নাবালিকা স্ত্রী কে যৌন নির্যাতন চালানোর ঘটনায় পক্সো এক্ট এ জামালপুর থানার পুলিশ জামালপুর থানায় এলাকা থেকে লোকাল রাতে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকে বর্ধমানের বিশেষ আদালতে পেশ করছে পুলিশ বৃহস্পতিবার বেলায় ঐ যুবককে।