Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 21, 2025
দুর্গাপুরে আত্মপ্রকাশ করল ভারতবর্ষের সবচেয়ে বড় টেলিভিশন। দুর্গাপুরের বেনাচিতির সোনি শোরুমে ৯৮ ইঞ্চি টিভির বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্বোধন করেন রাজ্যের সোনি ম্যানেজার। শোরুম সূত্রে জানা গেছে, এই টিভিতে রয়েছে উন্নত ভিজ্যুয়াল প্রযুক্তি ও থিয়েটার মানের সাউন্ড সিস্টেম। স্থানীয়দের মতে, দুর্গাপুরে এমন আধুনিক প্রযুক্তির আগমন এক অনন্য সংযোজন।