অজ্ঞাত এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গাজোল ব্লকের শালাইডাঙ্গা অঞ্চল মোহাম্মদপুর সংলগ্ন টাঙ্গন নদীর জলের মধ্যে থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক ব্যক্তির পচা গলা দেহ। এরপর এলাকার মানুষ এই ঘটনার খবর দেয় গাজোল থানায়। এরপর গাজোল থানার পুলিশ প্রশাসন ছুটে যায় মঙ্গলবার রাত্রিতে ঘটনাস্থলে। এরপর শালাই ডাঙ্গার টাঙ্গন নদীর জল থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালের মর্গে। পুলিশ সূত্রে জানা