উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলকোটের সারঙ্গপুরে পথ অবরোধ করল বিজেপির নেতাকর্মীরা। তারা গুসকরা নতুনহাট রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। আর এই অবরোধ কর্মসূচির জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল কমিটির সভাপতি কার্তিক বাগ সহ অনান্যরা।