বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত ঝিকড়া এলাকার আহিরা গ্রামে মেমারি থানার পুলিশ হানা দেয়। সেখান থেকে বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বাবু সিং ও লোহার চাঁদ কর্মকার বাড়ি সোঁতলা। শুক্রবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।