পরিত্যক্ত এক বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ায় ধর্মনগরের ডি এন বি স্কুল সংলগ্ন এলাকায়। ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখেও মেলেনি অগ্নিকাণ্ডের প্রমাণ। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা সময় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত বড় কোনও বিপদের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দমকল কর্মীরা। বাড়িটির চারপাশ ঘুরে ও ভাঙা জানালা-দরজা দিয়ে ভিতর পর্যবেক্ষণ করেও কোথাও অগ্নিকাণ্ড বা ধোঁয়ার উৎসের কোনও প্রমাণ মেলেনি।