মালদা জেলা পুলিশ লাইন ও মালদা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এদিন ১ লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে মালদা জেলা একাধিক থানার যে সকল ভিলেজ পুলিশরা ভালো কাজ করেছে তাদেরকে সংবর্ধনা যাপন করা হয়। মালদা জেলা পুলিশ লাইনে এদিন অর্থাৎ সোমবার ১ লা সেপ্টেম্বর পুলিশ ডে এর মধ্যে দিয়ে গাজোল থানার মধ্যে দুই জোন ভিলেজ পুলিশ ভালো কাজ করেছেন তাদের মধ্যে পান্ডুয়া অঞ্চলের বিকাশ ঘোষ গাজোল থানার কর্মরত ভিলেজ পুলিশ কে জেলা পুলিশ সুপার সংবর্ধনা যাপন করেন। এছাড়া পাশাপাশি গাজোল