গোলা রোডের বজ্রপুরের কাছে সেতুর উপরে বইছে জল, পারাপার বন্ধ, জনজীবন ব্যাহত। টানা বৃষ্টি পাতে অঘোষিত বন্যা বললে ভুল হবে না। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় তার ব্যাপক প্রভাব লক্ষ্য করে গিয়েছে। সে মতো ঝালদা থানা এলাকার শেষ প্রান্তে গোলা রোডের মধ্যে ব্রজপুরের কাছে সেতুর উপর দিয়ে বইছে জল। বেশ কিছু সময় ধরে যানবাহন পারাপার বন্ধ। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ জানা গিয়েছে অনেকেই ঝুঁকির পারাপার শুরু করেছে। স্থানীয়দের কথা অনুযায়ী একটি মোটর বাইকও জলে তলিয়ে গিয়েছে।