বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার অন্তর্গত ডিবরপন্ড গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কার্তিক আড়ি। বয়স ৭০ বছর। জানা গিয়েছে এদিন বিকেলে বাজার করতে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটি হাটে গিয়েছিলেন। বাজার শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই বাজ পড়ে। গুরুতর আহত হন ওই ব্যক্তি।