রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে উত্তাল নাদনঘাট। অভিযুক্ত শিক্ষক মনোজ পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহল-এর উদ্যোগে বৃহস্পতিবার নাদনঘাট থানার সামনে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবিতে থানার সামনে আদিবাসী সম্প্রদায়ের অসংখ্য মানুষ জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের হুঁশিয়ারি—ন্যায়বিচার না হলে আন্দোলন আরও জোরদার হবে।