ঘটনাটি সোমবার রাতে অন্দরণফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম আউয়াল হোসেন। তার বাড়ি বালাভুত গ্রাম পঞ্চায়েতের চরবালাভূত এলাকায়। চিতো যুবকের কাছ থেকে ১৯২টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।