শ্রীরামপুর তমলুক রাজ্য সড়কে মাছের গাড়ির সঙ্গে বাইকের ভয়ংকর সংঘর্ষ মৃত্যু bikrohic ভয়ংকর সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে মৃত যুবকের নাম ফরিক আলী বয়স ১৮ বছর গ্রামের। গতকাল বিকেলে শ্রীরামপুর এলাকায় মাছের গাড়ির সঙ্গে বাইকের ভয়ংকর সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় বাইক হসপিটালে ভর্তি করা হয় |আজ ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে |এই ভয়ংকর দুর্ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশে এলো আমাদের সংবাদ মাধ্যমে।