শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোঘাটের উল্লাসপুরে।জানা যায়,মৃত ব্যক্তি পেশায় টোটো চালক এবং তিনি ফ্লিপকার্টে ডেলিভারি বয় ছিলেন।তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।তার বাড়ি মিরগা চাঁদড়ায় বলে অনুমান।খবর পেয়ে গোঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাই।মৃতের টোটোতে থাকা মালপত্র উদ্ধার করে নিয়ে যায়।মৃত্যুকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।এটা আত্মহত্যা,নাকি এর পেছনে কোনো রহস্য আছে খতিয়ে দেখছে পুলিশ।