মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির পাট্টা প্রদান, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কোচবিহারে উপভোক্তা। উল্লেখ্য সোমবার জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের বাঁকি জেলাগুলোর সাথে কোচবিহার জেলাতেও জমির পাট্টা প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সভা শেষে কোচবিহার রবীন্দ্রভবনে উপভোক্তাদের হাতে জমির পাট্টা তুলে দেয় প্রশাসন। কোচবিহার জেলায় মোট ৫৮০ জনকে পাট্টা প্রদান করা হবে তাদের মধ্যে ২৬ জনকে মঞ্চ থেকেই পাট্টা হাতে তুলে দেওয়া হয়।