সাঁওতালডি থানার অন্তর্গত ভেলাট্যাড় গ্রামের ফুটবল মাঠে ভেলাট্যাড় সান ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। এদিন পুরুলিয়া জেলার চারটি পুরুষ দলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা, যা খেলাপ্রেমীদের কাছে অন্য মাত্রা যোগ করে।পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ভেলাট্যাড় সান ক্লাব ও বেলকুঁড়া এফসি। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে এক শূন্য গোলে জয়লাভ করে বেলকুঁড়া এফসি। এরপর শুরু হয় মহিলা