ফের হাতি মৃত্যুর ঘটনা । এবার ঘটনাস্থল শালবনী। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে গতকাল রাতে মৃত্যু হয় একটি হস্তি শাবকের। জানা গিয়েছে গতকাল রাতে আড়াবাড়ি রেঞ্জের মিরগা এলাকায় জঙ্গলে ঢুকে পড়ে একটি হাতির দল। মীরগা থেকে হাতির দলটি শালবনী সুপারস্পেস্যালিটি হাসপাতালের পিছনের পটাশ জঙ্গলেও ঢুকে পড়েছিল গতকাল রাতে। সেই দলেই ওই হস্তি শাবকটি ছিল বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে বনদপ্তর।