গলসি থানার গলিগ্রামে ক্যানেলের পানা পরিষ্কার করতে গিয়ে বাম পায়ে বড় বিষধর চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম সত্য বাগদি (২২) গলিগ্রামে তার বাড়ি। সে দিন মজুরের কাজ করতো গত ১৯শে আগস্ট কাজে গিয়ে ক্যানেলের পানা পরিষ্কার করার সময় তার বাম পায়ে একটি পূর্ণাঙ্গ বয়স্ক বিষধর চন্দ্রবোড়া সাপ তাকে কামড়ায়। তাকে এমনই কামরায় যে পায়ের মাংস পর্যন্ত দেখা যায়। সঙ্গে থাকা তার সহকর্মীরা সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে চলে আসে