কাপড়ের দোকান থেকে কাজ করে বাড়ি যাওয়ার পথে সিংপুকুর গ্রামে দুষ্কৃতীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন যতন পাল নামে এক যুবক, গতকাল রাত্রের এই ঘটনার পর তাকে উদ্ধার করে কান্দি হাসপাতালের পর MMC&H-এ নিয়ে আসা হলে, সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে কলকাতার উদ্দেশ্যে পাঠালে রাস্তাতেই তার মৃত্যু হয়, তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে