স্ত্রী বাপের বাড়ি গিয়েছে।আর ঘর থেকে উদ্ধার হলো স্বামীর ঝুলন্ত দেহ।শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার -1 ব্লকের তপসিখাতা নেতা চৌপথি এলাকায়।এদিন বিকেল চারটা নাগাদ ওই দেহের ময়নাতদন্তর পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।পুলিস সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম রাজু ওরাওঁ। তার পরিবারের লোকেরা জানায় মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝামেলা চলতো রাজুর।শুক্রবারও কোনো বিষয় নিয়ে বিবাদ হওয়ার পর স্ত্রী বাপের বাড়ি যায়।