বাড়ির অদূরেই হাতির দল রাস্তা পারাপারের সময় চিপে মারল বনদপ্তরের এক কর্মীকে। মৃত বনকর্মীর নাম বিজু মুর্মু (৪১)। তিনি বনদপ্তরের অরণ্য সাথী পথে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার মাসাংডিহি গ্রামে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের মাসাংডিহি গ্রাম সংলগ্ন এলাকায় আটটি হাতির একটি দল রাস্তা পারাপার করছিল। সেই সময় একটি হাতির হানায় মৃত্যু হয় বিজু মুর্মু।