“যেখানেই দুর্নীতির গন্ধ সেখানেই তৃণমূল”— জলপাইগুড়িতে তৃণমূলকে কটাক্ষ মহম্মদ সেলিমের। এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার বিকেলে জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিয়ো তাই। দুর্নীতির গন্ধ পেলেই দেখবে ভাইপো–পিসি থেকে শুরু করে সর্বস্তরের তৃণমূল নেতাদের নাম জড়িত।” তিনি আরও বলেন, “তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, টাকা তোলার কোম্পানি খুলে বসেছে পিসি-ভাইপো।”