লালগড় রেঞ্জের ভাউদি বীট এলাকায় প্রবেশ করল একটি পূর্ণবয়স্ক দলছুট দাঁতাল হাতি। মঙ্গলবার সকালে হঠাৎ হাতিটি কে দেখতে পান স্থানীয়রা। জানা গেছে লালগড় রেঞ্জের ভাউদি বীট এলাকায় রাস্তার পাশে বাঁধের পাড়ে হাতিটিকে দেখতে পান স্থানীয়রা। হঠাৎ বিশালাকার দলছুট দলমার ওই হাতিকে দেখতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঝোপের আড়ালে ঠিক বোঝা যায়নি হাতিটি কে। না জেনে অনেকেই পাশ দিয়ে পেরিয়ে যায়। পরে হাতি আছে টের পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।