সোমবার দিনভর খোয়াই পুর পরিষদের কর্মীরা পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থা পর্যবেক্ষণ করে ও যেখানে যেখানে ব্লকেজ তৈরি হয় সেই জায়গাগুলি পরিষ্কার করে দেয়। কোথাও জল জমে থাকেনি। তবুও সকল নাগরিকদের কাছে পুর পরিষদ অনুরোধ জানিয়েছে যে ড্রেইনে বোতল বা যেকোনো প্রকার আবর্জনা যাতে না ফেলা হয়, এগুলি জল জমাট বাধার মূল কারণ।