তপন থানার পুলিশের অভিযানে সরকারি আবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন অনিল খেঁচে (৪৫)। মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপন থানার মহানাজ গ্রামের বাসিন্দা মন্টু টিগ্গা আবাস যোজনার ঘর পেয়েছিলেন। সরকারি অনুদানে তিনি ইতিমধ্যেই ঘরের লিন্টন পর্যন্ত নির্মাণ সম্পন্ন করেছিলেন। কিন্তু জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মন্টুর পরিবারের সঙ্গে অপর পক্ষের বিবাদ চলছিল বলে জানা গেছে ।