রাজ্য জুড়ে চলা আদিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে মিছিল ও পথসভা করলো বিজেপি।বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের বুধপুর গ্রামে এই কর্মসূচি হয়।উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী ময়না মূর্মু, এসটি মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু ওরাং,মানবাজার পাঁচ নম্বর মন্ডল সভাপতি কল্যাণ দাস সহ দলীয় কর্মীরা।