পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তুতরঙ্গা গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর এলাকায় সহ সহায়ক দলের মহিলাদের নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো বৃহস্পতিবার । পাশাপাশি ভিশেনিং ট্রেনিং দেয়া হয় সংঘের সদস্যদের। উপস্থিত ছিলেন ব্লক সভানেত্রী সুপর্ণা জৈনসহ অন্যান্য রা।